টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্বামী নিখিল জৈন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে নিখিল জৈন বলেন—‘যে দিন জানলাম, নুসরাত অন্য কারো সঙ্গে থাকতে চায় সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি।’
গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, মা হতে যাচ্ছেন নুসরাত জাহান। আর এ সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। এ খবর প্রকাশ্যে আসার পর নিখিল এই মামলা করেছেন বলে অনেকের দাবি। তবে নিখিল বলেন, ‘এটি সত্য নয়। বেশ কিছু দিন আগেই আইনি পদক্ষেপ নিয়েছি। নুসরাত মা হতে যাচ্ছে এ খবর জানার পর এই সিদ্ধান্ত নিইনি।’
ভালোবেসে ২০১৯ সালের ১৯ জুন নিখিলের সঙ্গে গাটছড়া বাঁধেন নুসরাত জাহান। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ না হতেই তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। গত ৬ মাসের বেশি সময় ধরে আলাদা থাকছেন তারা।
ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছিলেন নিখিল-নুসরাত। তাদের বিয়ে রেজিস্ট্রি হয়নি। তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে চান নিখিল। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না। আগামী জুলাইয়ে এ মামলার শুনানির দিন ধার্য হয়েছে বলে জানিয়েছেন নিখিল।