নেত্রকোনা সদরে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি লরি দোকানে ঢুকে পড়ায় ২ জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরো ৩ জন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা-মদন সড়কের মৌজেবালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বালী গ্রামের কৃষক এমদাদুল হক (৪০) ও লক্ষীগঞ্জ ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রামের ভ্যানচালক সেলিম মিয়া (৩০)।
আহতরা হচ্ছেন, মৌজেবালী গ্রামের কৃষক মোস্তফা (৫৫), কৃষক সেলিম (৫০), কৃষক মিন্টু (৪৫)। তারা সকলেই জমিতে ধান রোপণ করতে যাওয়ার আগে দোকানে বসা ছিলেন।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে নেত্রকোনা থেকে ছেড়ে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মুরগী বহনকারী ভ্যানকে নিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা এদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। ৩ জনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ লরিটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।