নেত্রকোনায় সোমেশ্বরী নদীর ১নং বালুঘাট থেকে অবৈধভাবে বালু ওঠানোর সময় অভিযান পরিচালনা করতে গিয়ে বালু ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ ডিসেম্বর) নেত্রকোনার দুর্গাপুরে দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর বালুঘাটে এই ঘটনা ঘটে। এই সময় ড্রেজার শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে পুলিশসহ পাঁচ জন আহত হন।
এই ঘটনায় আহতরা হলেন- দুর্গাপুর থানার সাব-ইন্সপেক্টর রুকন উদ্দিন (৪০), কনস্টেবল খলিলুর রহমান (৫৫), কনস্টেবল রুবেল মিয়া (৩০), উপজেলা ভূমি অফিস কর্মচারী নজরুল ইসলাম (৪৫) ও এরশাদুল ইসলাম (৩২)। আহতরা দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র বর্মন জানান, সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল অসাধু ব্যবসায়ীরা। জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে বালু ব্যরসায়ীরা হামলা চালায়।
দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, হামলায় পাঁচ জন আহত হয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের গাড়ির গ্লাস ভাংচুর করা হয়েছে।
তিনি বলেন, ‘বুধবার দুপুরে সোমেশ্বরী নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নারায়ন চন্দ্র বর্মন। এসময় ওই এলাকায় গেলে অতর্কিতভাবে কয়েকশ’ শ্রমিক ইটপাটকেল ছুঁড়তে থাকে তাদের ওপর। এতে ম্যাজিস্ট্রেট আহত না হলেও পুলিশসহ পাঁচ জন আহত হয়।’