নেপালে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৭৭ হয়েছ।
বুধবার (২১ অক্টোবর) উদ্ধারকারীরা আরো ৩৪টি মৃতদেহ উদ্ধার করেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দিল কুমার তামাং জানিয়েছেন, ভারত সীমান্তবর্তী পাঞ্চথার জেলায় ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্রতিবেশী এলাকা ইলামে ১৩ জন এবং দোতিতে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের পশ্চিমাঞ্চল থেকে বাকী মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ২৬ জন নিখোঁজ রয়েছে এবং ২২ জন আহত হয়েছে।
প্রবল বৃষ্টির কারণে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার পশ্চিমের সেতি গ্রামে দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন। বৃষ্টির কারণে ওই এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের মুখপাত্র বসন্ত কুমার বলেছেন, ‘গতকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে উদ্ধারকারীরা গ্রামটিতে পৌঁছাতে পারেননি। আজ উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।