মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ছেড়ে নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রায় ৪ কোটি মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছেন। সরকারি তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ১৮৯ জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
চীনের তিব্বত থেকে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে ফসল নষ্ট ও ভূমিধস হয়েছে এবং কয়েক কোটি মানুষ গৃহহারা হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আসামের রাজ্য কর্মকর্তা জানান, মে মাসের শেষ দিক হতে শুরু হওয়া তিন ধাপের বন্যায় ২৭ লাখ ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। মৃত্যু হয়েছে ৭৯ জনের।
দেশটির পানি সম্পদমন্ত্রী কেশাব মহন্ত বলেন, বন্যা পরিস্থিতির এখনও খারাপের দিকেই যাচ্ছে। বেশিরভাগ নদীর পানিই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ভারতের এই রাজ্যটি এক সঙ্গে করোনা মহামারি ও বন্যার কবলে পড়েছে। ৩৩টি জেলার মধ্যে ২৫টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
প্রতিবেশী দেশ নেপালের সরকার রোববার জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। জুন থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে শতাধিক প্রাণহানি হয়েছে।