ইউক্রেনের বন্দরনগরী বারদিয়ানস্কে রাশিয়ার নোঙ্গর করা একটি জাহাজে বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরো দুটি নৌকা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের নৌবাহিনীর পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বন্দরে থাকা বিশালাকার জাহাজটি আগুনে পুড়ছে।
কিয়েভের সামরিক বাহিনী জানিয়েছে, ওরস্ক নামের রুশ জাহাজটিতে তাদের বাহিনী আঘাত হেনেছিল।
অবশ্য নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
গত সপ্তাহে বারদিয়ানস্কে ওরস্ক যুদ্ধজাহাজটি নোঙ্গর করেছিল। নগরী দখলের পর সেখানে নোঙ্গর করা প্রথম যুদ্ধজাহাজ ছিল এটি। এ কারণে একে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে আখ্যা দিয়েছিল রুশ সামরিক বাহিনী।