প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল। ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণার যে কোনও প্রচেষ্টা সংঘাতে জড়ানোর সমপর্যায় হবে। শনিবার মস্কোতে ফ্লাইট এটেনডেন্টদের উদ্দেশে বক্তৃতার সময় তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
পুতিন জানিয়েছেন, ইউক্রেনে তার লক্ষ্য হচ্ছে দেশটিকে ‘অসামরিককরণ ও নাৎসীবাদ দূর’ করার মাধ্যমে রুশ ভাষী জনগোষ্ঠীকে রক্ষা করা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সামরিক জোট ন্যাটো সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে সেগুলো যুদ্ধ ঘোষণার সাদৃশ্যপূর্ণ। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ এখনও সেই পর্যায়ে আসেনি। ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণার ব্যাপারে কোনও শক্তির যে কোনও প্রচেষ্টাকে রাশিয়া সামরিক সংঘাতের পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে।’
ইউক্রেনে সামরিক অভিযানে কোনও ভাড়াটে সেনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে কেনো ভাড়াটে সেনা নেই এবং আমরা এর পরিকল্পনা করছি না। আমাদের সেনাবাহিনী সব কাজ সম্পন্ন করবে। আমি এতে মোটেও সন্দেহ করি না। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে।’