হোসনে আরা জেমী
এখন কেমন বদলে গেছে জীবন
বদলে গেছে অনেক কিছু
টিনের চালের গেরস্থালী; বৃষ্টিভেজা পিছল উঠোন
সন্ধ্যাবেলার গন্ধফুলে মন ভোলানো মাতাল শ্রাবন
বহুদূরের মেঘের মত এখন আমি পরবাসী।
এখন অনেক বদলে গেছে
শাপলা বিলের নীলাভ বিকেল
বুনো গন্ধ; সবুজ বন; বৃষ্টি শেষে পাতার ভাসান
সর্ষে রঙের আবির মাখা তোমার বুকে আলিঙ্গন
বহুদূরের মেঘের আমি এখন কেবল পরবাসী।
ভুলে গেছি পাতার বাঁশী
বিছিয়ে রাখা খয়েরী পথ
ভালবাসার স্মৃতির গায়ে জ্যোৎস্নাভাঙা তপ্ত মিলন
দীর্ঘ পথে তোমার বুকে সন্ধিবিহীন অগ্নি চুম্বন
বহুদূরের মেঘের কাছে আমি শুধুই পরবাসী।
দু’চোখ তাকায় কেবল একা
নিজের সাথে নিজের কথন
বহুতলের পেন্ট হাউজে নিভৃত এক ছায়ার গোপন
নীলের জলে পা ডুবিয়ে তোমার চোখে সুদূর বিজন
বহুদূরের মেঘের বুকে আমি যে আজ পরবাসী।
ছায়ার মানুষ ফিরে গেছে
তীব্র নেশার নতুন সুখে
আশার মানুষ পথচারী চৈত্র রঙের নীরব পার্বন
মগ্ন ধোঁয়ায় শরীর জাগে কফির মগে টিম হর্টনে
বহুদূরের শীতাশ্রমে এই আমি সেই পরবাসী।