২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরে যেতে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করেন। তবে ২০১৮ সালে তার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন। এরপর ইরানের অর্থনীতির চাকা বন্ধ করে দিতে নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপ করে গেছেন তিনি।
প্রেসিডেন্ট বাইডেন গত বছর নভেম্বরের নির্বাচনের আগে প্রচারণায় একাধিকবার যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করেন। তবে ক্ষমতা গ্রহণের পর তিনি এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পরিকল্পনা উপস্থাপন করেননি। অবশ্য তিনি জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার ব্যাপারে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি ক্ষমতা গ্রহণের দিনই পূরণ করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গত শনিবার ইরানের হামশাহরি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,চলতি মাসের মধ্যে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা না উঠলে পরমাণু কর্মসূচি জোরদার করার ব্যাপারে একটি প্রস্তাব পাস করেছে ইরানি পার্লামেন্ট। এর ফলে পরমাণু কর্মসূচি জোরদার করতে বাধ্য হবে সরকার।
আগামী জুনে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এতে যদি কোনো কট্টরপন্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তবে চুক্তিটি আরও ঝুঁকিতে পড়ে যাবে।ইরানের পার্লামেন্টে কট্টরপন্থীদের সংখ্যাই বেশি। নিষেধাজ্ঞা শিথিল করতে এতে দুই মাস সময় দিয়ে একটি বিল পাস হয়েছে।