ওয়াশিংটন ডিসি: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনকে ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ফোবানা সম্মেলনের কনভেনার জি এই রাসেল।
গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আমন্ত্রন জানানো হয়।
এই সময় ফোবানা ৩৫তম সম্মেলন স্বাগতিক কমিটির সিনিয়র কো-কনভেনার পারভীন পাটোয়ারী, চিফ প্যাট্রন কবির পাটোয়ারী, রিসেপশন কমিটির চেয়ারপারসন জেবা রাসেল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনকে ৩৫তম ফোবানা সম্মেলন নিয়ে নানা বিষয়ে অবগত করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রী ৩৫তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আসা প্রকাশ করেন।