বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুলা ডি সিলভার কাছে নির্বাচনে পরাজয়ের পর ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থক লরি চালকরা সারা দেশে সড়ক অবরোধ করেছে। দুটি রাজ্য ছাড়া সবকটিতেই অবরোধের খবর পাওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।
রোববার চূড়ান্ত ভোট গণনার পর দেখা গেছে, বলসোনারোর ৪৯ দশমিক ১ শতাংশের বিপরীতে লুলা পেয়েছেন ৫০ দশমিক ১ শতাংশ ভোট। ফল ঘোষণার পর বলসোনারো পরাজয় স্বীকার করেননি কিংবা ফলাফলকে চ্যালেঞ্জ করেননি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের পহেলা জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন লুলা। তবে এর আগের অন্তর্বর্তী দুই মাস সহিংসতাপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, অনেক লরি চালক বলসোনারো প্রশাসনের সময় কম ডিজেল খরচ থেকে উপকৃত হয়েছিল। বলসোনারোর সমর্থক লরি চালকরা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সারা দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে। সোমবার রাত নাগাদ, ফেডারেল হাইওয়ে পুলিশ ৩৪২টি অবরোধের ঘটনার তথ্য জানিয়েছে। দেশের দক্ষিণে সবচেয়ে বড় বিক্ষোভ চলছে। কিছু অবরোধ পরে পুলিশ সরিয়ে দেয়।