সম্পর্ক ডেস্ক:-করোনাভাইরাস থেকে পরিবারকে সুরক্ষিত রাখতে গাড়িতে জীবনযাপন গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন ভারতের এক চিকিৎসক শচীন নায়েক।তিনি মধ্যপ্রদেশের ভোপালের জেএন হাসপাতালের একজন প্রতিষ্ঠিত চিকিৎসক।
পরিবার-পরিজনের সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে গাড়িতেই অস্থায়ী আশ্রয়স্থল বানিয়ে ফেলেছেন করোনা রোগীদের এই চিকিৎসক।তার গাড়ির ভেতরই রয়েছে প্রচুর বই এবং নানা অত্যাবশ্যকীয় জিনিসপত্র। যা দেখলে প্রাথমিকভাবে একটি বাড়ির বসার ঘর মনে হতে পারে।
বাড়িতে স্ত্রী এবং শিশুসন্তান রয়েছে শচীনের। তাদের সংক্রমণ থেকে দূরে রাখতেই হাসপাতালের কাজ শেষে বাড়িতে যাওয়াও ছেড়ে দিয়েছেন তিনি।হাসপাতালে সামনে দাঁড় করিয়ে রাখা ব্যক্তিগত গাড়িকেই অস্থায়ী আবাস বানিয়েছেন।পরিজনদের সঙ্গে তার যোগাযোগের একমাত্র ভরসা ভিডিও কল।
টুইট করে করোনাযোদ্ধাকে অভিবাদন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।