দেশে করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে ৪০ বছরের যে বাধ্যবাধকতা আছে সেটা পর্যাপ্ত টিকা পেলে কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে এই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। কোভিড-১৯ টিকা ডিপ্লয়মেন্ট ও ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাহিদ মালেক বলেন, টিকা কিনতে বিশ্বের বিভিন্ন দাতা সংস্থাগুলো প্রায় সাড়ে ৩ হাজার মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে পর্যাপ্ত টিকা হাতে চলে আসলে টিকা প্রদানে ৪০ বছরের বাধ্যবাধকতা কমিয়ে আনা হতে পারে।
সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন।