পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হুগলির তীরে এক ধর্মীয় মেলায় পদদলিত হয়ে তিন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫০ জন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বিষয়টি নিশ্চিত করে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, এসময় আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনার কারণে দুই বছরের বিরতি দিয়ে এবছর পানিহাটির মহোৎসবতলা ঘাটে দই–চিড়া মেলা নামে ওই উৎসবের আয়োজন করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, তীব্র গরম এবং প্রচণ্ড ভীরের কারণে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। খবর পেয়ে, পুলিশ দ্রুত ওই এলাকাটি খালি করে দেয় এবং আহতদের সাগর দত্ত হাসপাতাল ও পানিহারি সরকারি হাসপাতালে ভর্তি করে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মৃত প্রত্যেকের পরিবারকে সব ধরণের সহায়তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন তিনি।