ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের দুটি সেতু খুলে দেওয়ার সুফল আসন্ন ঈদের সময় থেকেই পাওয়া যাবে বলে ব্যবহারকারীদের অভিমত। এর ফলে ঈদযাত্রার ঝক্কি কমবে বলে তাদের বিশ্বাস।
গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহাসড়কের মেঘনা ও গোমতী নদীর ওপর নির্মিত সেতু দুটির উদ্বোধন করেন। খুলে দেওয়ার পর সেতু দুটিতে যান চলাচল শুরু হয়।