পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি। বুধবার তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে শপথ নেন।
৩৩ বছরের বিলওয়ালকে প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে শপথ পড়ান প্রেসিডেন্ট আরিফ আলভি। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ, সাবেক প্রেসিডেন্ট ও বিলওয়ালের বাবা আসিফ আলি জারদারি একং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অন্যান্য নেতারা।
২০১৮ সালে প্রথমবারের মতো পাকিস্তান পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন বিলওয়াল। এরপর এবারই প্রথম তিনি পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ কোনো পদে নিয়োগ পেলেন। বিলওয়ালের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক ঝালাই করা এবং প্রতিবেশী ভারতের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু করা।