পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়লা চালিয়ে ১১ জনকে হত্যা করা হয়েছে। পরে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
শনিবার (২ জানুয়ারি) জঙ্গিরা ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লা খনির কাছাকাছিই ওদের হত্যা করে।
সোমবার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই সব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের রাজধানী, কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র জঙ্গিরা তাদের অপহরণ করে এবং কাছের কয়েকটি পাহাড়ে নিয়ে যায়।
এদিকে, স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই খনি শ্রমিকদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এই হামলা ‘অমানবিক সন্ত্রাসী তৎপরতা’।
এ ঘটনার বিচার চেয়ে মরদেহগুলো রাস্তায় রেখে, যানবাহন আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। দায়ীদের গ্রেপ্তারে প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।