পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে দেশটির কর্মকর্তারা সতর্ক করেছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে দেশটির দক্ষিণে মাঞ্চার হ্রদে পানি বেড়ে যাওয়ায় এই আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদরা আগামী দিনে এই অঞ্চলে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। কর্তৃপক্ষ হ্রদের কাছে সিন্ধু প্রদেশের জামশোরো এবং দাদু জেলার গ্রামবাসীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। হ্রদের ক্রমবর্ধমান জল বিপজ্জনক স্তরে পৌঁছেছে। এর ফলে বাঁধ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিন্ধু নদীর পশ্চিমে অবস্থিত হ্রদটি পাকিস্তানের বৃহত্তম প্রাকৃতিক স্বাদুপানির হ্রদ এবং এশিয়ার বৃহত্তম হ্রদগুলির মধ্যে একটি।
জামশোরো জেলার প্রশাসক ফরিদুদ্দিন মুস্তফা জানিয়েছেন, অতিরিক্ত পানি অপসারণেকর্মকর্তারা হ্রদের একটি বাঁধ কেটে ফেলেছিল কিন্তু এরপরও পানি বাড়ছে।
মুস্তাফা বলেছেন,‘আমাদের পর্যবেক্ষণের পরে পানি বিপজ্জনক স্তরে পৌঁছেছে … এবং যে কোনও সময় হ্রদের বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা ছিল, প্রশাসন এটি এড়াতে বাগ-ই-ইউসুফের একপাশ কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’