পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি বহুতল শপিংমলে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) জানিয়েছে, ইসলামাবাদের সেন্টারাস মলে আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সিডিএ চেয়ারম্যান এবং ইসলামাবাদের প্রধান কমিশনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ উসমান ইউনিস জানান, অগ্নিনির্বাপন বাহিনী,নৌবাহিনী, বিমান বাহিনী এবং রেসকিউ ১১২২ আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানিয়েছেন, শপিংমল এবং এর আশেপাশের আবাসিক ভবনগুলোর চারপাশ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রযুক্তিগত দল ওই ভবনগুলোর কাঠামোগত সক্ষমতা সম্পর্কে প্রতিবেদন দেওয়ার পর এগুলো খুলে দেওয়া হবে।