পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা হামলার এক ঘটনায় ৯ জন পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।
সোমবার (৬ মার্চ) স্থানীয় সময় সকালে প্রদেশটির কাচ্চি জেলার বোলান এলাকায় হামলার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
দেশটির কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতেজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিবি ও কাছি সীমান্ত এলাকার কাছে কামব্রি ব্রিজে এই বোমা হামলার ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে মনে করছেন। তবে তদন্তের পরই হামলার প্রকৃত ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এসএসপি মাহমুদ নোতেজাই বলেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।