মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমান পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে। রোববার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এমন তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, বিমানটি শারজাহ থেকে হায়দারাবাদ যাচ্ছিল। যান্ত্রিক গোলযোগের কারণে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক কী গোলযোগ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসার পরই শারজাহ-হায়দারাবাদ বিমানটিকে করাচিতে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট।’ বিমানের যাত্রীদের হায়দরাবাদে ফেরাতে অন্য একটি বিমান করাচিতে পাঠানো হয়েছে।
গত দু’সপ্তাহে এ নিয়ে ভারতের দু’টি বিমান জরুরি কারণে করাচি বিমানবন্দরে অবতরণ করল। গত ৫ জুলাই দিল্লি-দুবাইগামী স্পাইসজেটের বিমান করাচি বিমানবন্দরে নেমেছিল। সে বারও যান্ত্রিক গোলযোগের কারণে পাইলট এই সিদ্ধান্ত নিয়েছিলেন।