জাতিসংঘ মহাসচিব সতর্ক করে দিয়ে বলেছেন, যে গতিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, তাতে ‘বাইবেলের সময়কালীন যে বিপুল সংখ্যক মানুষের বাসভূমি ছেড়ে চলে যাওয়ার ঘটনা ঘটেছিল’ তেমন ঘটনা ঘটার হুমকি রয়েছে।
মঙ্গলবার আন্তোনিও গুতেরেস বলেছেন, জলবায়ু সঙ্কটের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তিন হাজারের বছরের মধ্যে দ্রুত বাড়ছে। এটি লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস এবং ব্যাংকক থেকে বুয়েনস আয়ার্স পর্যন্ত প্রায় ১০০ কোটি মানুষের জন্য ‘সঙ্কটের ঢেউ’ নিয়ে আসছে। কিছু জাতির অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে, পানির নিচে ডুবে যেতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে গুতেরেস বলেছেন, ‘কার্বন নিঃসরণ কমানো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ানোর ওপর প্রভাববিস্তারকারী দারিদ্র্যের মতো সমস্যা মোকাবেলা করা এবং গৃহহীন ও রাষ্ট্রহীনদের সুরক্ষার জন্য নতুন আন্তর্জাতিক আইন তৈরি করা – সবই প্রয়োজন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা একটি বহু গুণিতক হুমকি- যা জীবন, অর্থনীতি ও অবকাঠামোর ক্ষতি করে বিশ্ব শান্তি এবং নিরাপত্তার ওপর নাটকীয় প্রভাব ফেলেছে।’
তিনি জানান, বৈশ্বিক তাপ বাড়ার বর্তমান স্তরের সাথে উল্লেখযোগ্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ইতিমধ্যেই অনিবার্য। কিন্তু সমস্যাটি মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার পরিণতি ‘অচিন্তনীয়’।
গুতেরেস বলেছেন, ‘নিচু এলাকার জনগোষ্ঠী এবং এই দেশগুলি চিরতরে অদৃশ্য হয়ে যেতে পারে। আমরা বাইবেলের সময়কালীন পুরো জনগোষ্ঠীর স্বদেশ ত্যাগ প্রত্যক্ষ করব। আমরা মিঠা পানি, জমি এবং অন্যান্য সম্পদের জন্য তীব্র প্রতিযোগিতা দেখতে পাব।’