সম্পর্ক ডেস্ক:-পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ঢাকার একটি ল্যাবে করোনার নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ আসার পরপরই শুক্রবার দুপুরে এ তথ্য জানা যায়। তবে তাঁর শরীরে করোনা সংক্রমণের তেমন উপসর্গ নেই। এখন পর্যন্ত শারীরিক অবস্থা ভালো।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন স্থানে গিয়েছেন। বহু মানুষের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যেই তিন দিন আগে ঢাকার একটি ল্যাবে নমুনা পরীক্ষা করতে দেন। সেখান থেকে পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজিটিভ বলে জানানো হয়। তবে তাঁর শরীরে কোভিড-১৯–এর কোনো উপসর্গ নেই। ফলে আপাতত তিনি বাসায় থেকেই চিকিৎসা নেবেন।দুপুরে মুঠোফোনে কথা হয় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সংগে। এসময় তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে তিনি বলেন, এখন পর্যন্ত শারীরিক কোনো সমস্যা হয়নি।
উল্লেখ্য, পাবনা জেলায় এখন পর্যন্ত দুই উপপরিদর্শকসহ (এসআই) ১১ পুলিশ সদস্য কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। তাঁদের নিজ বাড়ি ও পুলিশ লাইনসে পৃথক আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে জেলা পুলিশের প্রধানসহ ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।