সম্পর্ক ডেস্ক: পাবনায় করোনাভাইরাস পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে আরো আক্রান্ত হয়েছে ৮ জন। এ নিয়ে এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪১৫ জন। সবচেয়ে বেশি পাবনা সদরে ২৪৬ জন। তারপরের স্থানে সুজানগর উপজেলায় ৫২ জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৪১৮৮ জনের।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তিন জনের। স্বাস্থ্য বিভাগের হিসাব মতে মোট মৃত্যুবরণ করছে ৮ জন আর বেসরকারি হিসেবে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ১২ জন।
পাবনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ৩২ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত পাবনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল।