পাবনা-৪ ( ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে গতকাল সোমবার থেকে। প্রথম দিন ছয়জন দলীয় ফরম সংগ্রহ করেছেন।
পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি গত ২ এপ্রিল মারা যাওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের পাবনা-৪, সিরাজগঞ্জ-১, নঁওগা-৬, ঢাকা-০৫ ও ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সোমবার ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট রোববার পর্যন্ত প্রতিদিন বেলা ১১ থেকে বিকেল ৫ টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্য আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে ও কোন প্রকার লোক সমাগম না করে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে অনুরোধ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে রোববার রাতেই মনোনয়নপ্রত্যাশাদের অনেকে ঢাকায় ছুটে যান।
দলের একাধিক সূত্রে জানা গেছে, সোমবার পাবনা-৪ আসনের জন্য ক্রয় করেন ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম নজরুল ইসলাম (অবঃ) ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির এপিএস ও পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল। পাবনা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো: রবিউল আলম বুদু, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান স্বপন ও পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের কন্যা মাহজেবিন শিরিন পিয়া। মনোনয়নপত্র ক্রয়ের পর এতমিজি হক মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ আসনে আরও ডজন খানেক মনোনয়নপ্রত্যাশীর নাম শোনা যাচ্ছে।