লাইফ সাপোর্টে আছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১২টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।
এমএ হাসেমের ছেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটু বলেন, ‘করোনা পজিটিভ হওয়ার পরে বাবাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।’