‘পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ন্যূনতম রাখা এবং পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যেকোনো সশস্ত্র সংঘাত প্রতিরোধ করা উচিত।’
শনিবার (৩০ এপ্রিল) দেশটির পরমাণু অপ্রসারণ বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ভ্লাদিমির ইয়ারমাকভ এমন মন্তব্য করেছেন। খবর আল-জাজিরার।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর ইউক্রেনের উপর পারমাণবিক সংঘাতের উচ্চতর ঝুঁকিকে অবমূল্যায়ন করা উচিত নয়, যদিও মস্কো বারবার বলা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বলে আসছে যে তারা বিশ্বাস করে না রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি আছে।
এর আগে, সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনেস্কিকে আমন্ত্রণ জানানো হয়।
রাশিয়া জি-২০ এর সদস্য রাষ্ট্র। কিন্তু ইউক্রেন এই জোটের সদস্য নয়। ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়া যেন জি-২০ সম্মেলেন যোগদান করতে না পারে সেজন্য চাপ দিয়েছিল পশ্চিমা জোট।