সর্ম্পক ডেস্ক: সরকারের নির্দেশনার পর করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে যায় ফ্রেঞ্চ ফুটবলের ২০১৯-২০ মৌসুম। তাই পিএসজিকে ২০১৯-২০ মৌসুমের লিগ-১ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে দ্য ফ্রেঞ্চ লিগ (এলএফপি)।
বৃহস্পতিবার পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে বিবৃতি দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল লিগ কমিটি। পিএসজির এটি টানা তৃতীয় ও সব মিলে নবম লিগ ১ শিরোপা।
করোনাভাইরাসের কারণে ফ্রান্সে ফুটবল বন্ধ হয়ে যায় ১৩ মার্চ। তখন পর্যন্ত পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা মার্সেইয়ের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল শীর্ষ থাকা পিএসজি। ২৭ ম্যাচে দলটির পয়েন্ট ছিল ৬৮। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা মার্সেইয়ের পয়েন্ট ছিল ৫৬।
লিগ ২ এ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে লরিয়েকে। লিগ ১ থেকে তলানিতে থাকা দুটি দল অবনমিত হবে। দল দুটি হচ্ছে আমিয়ে ও তালুসে। অন্যদিকে লিগ ২ থেকে শীর্ষ দুই দল লরিয়ে ও লেনস লিগ ১ এ খেলার সুযোগ পাবে।