ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) বাংলাদেশে ফেরাতে দেশটির সঙ্গে আনঅফিসিয়াল যোগাযোগ রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৫ মে) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুদকের চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ।
বন্দি বিনিময় চুক্তির আওতায় পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনা হবে, জানিয়ে দুদকের চেয়ারম্যান বলেছেন, ‘ভারতের সঙ্গে আনঅফিসিয়াল যোগাযোগ রাখছি। কিছু তথ্য লেনদেন হচ্ছে। ফিরিয়ে আনার ক্ষেত্রে আনঅফিসিয়ালি কিছু করা যায় না। মিডিয়ায় আসার পর আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি। তবে ফিরিয়ে আনার বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু শুরু করিনি। আমরা দেখি, ভারত সরকারিভাবে কী জানায়।’
তিনি আরও বলেন, ‘আসামি ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের দেশে সুনির্দিষ্ট পদ্ধতি ও আইন আছে। ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। আমরা এখন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। অফিসিয়ালভাবে জানতে হবে। ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানার পরে যোগাযোগ করব। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগসহ সবাই একসঙ্গে তাকে দেশে ফিনিয়ে আনতে কাজ করবে।’
‘আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। আনতে হলে চুক্তির আওতায় আনা হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশেও দেওয়া হয়েছে। রেড এলার্ট জারির পর ভারত সময়ে সময়ে বেশকিছু তথ্য চেয়েছিল। আমরাও দিয়েছি,‘ বলেন দুদকের চেয়ারম্যান।