ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনকে তার উপদেষ্টারা ভুল তথ্য দিচ্ছেন বলে পশ্চিমা গোয়েন্দারা দাবি করার পর রাশিয়া জানিয়েছে, পুতিনকে বুঝতেই পারছে না পশ্চিমারা। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি জানায়, ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপদেষ্টারা ভুল তথ্য দিচ্ছেন। কারণ তারা পুতিনকে যুদ্ধের সত্যিকারের পরিস্থিতি জানাতে ভয় পাচ্ছেন। রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রভাব সম্পর্কেও পুতিনকেও জানাচ্ছেন কর্মকর্তারা।
এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানান, কী ঘটছে সে সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিংবা পেন্টাগনের কাছে বাস্তব কোনো তথ্যই নেই।
তিনি বলেন, ‘তারা জানেই না ক্রেমলিনে কী ঘটছে। তারা প্রেসিডেন্ট পুতিনকে বুঝতে পারেনি, তারা জানে না কীভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং তারা আমাদের কাজের ধরণ সম্পর্কে জানে না।’
পেসকভ বলেন, ‘এটা উদ্বেগজনক। কারণ এ ধরনের ভুল বোঝাবুঝি ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায়, যার পরিণতি হয় খারাপ।’