ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মস্কো ইউক্রেনে হামলা না চালালেই এ বৈঠক আয়োজন করা সম্ভব বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এর আগে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব করে ফ্রান্স।
সোমবার (২১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ জানায়, কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে খারাপ নিরাপত্তা সঙ্কট নিরসনের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধানের প্রস্তাব আসতে পারে দুই নেতার আলোচনার মাধ্যমে।
জানা গেছে, সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং রুশ প্রেসিডেন্ট পুতিন টেলিফোনে দুইবার কথা বলেছেন। এ সময় দুই নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি নিয়ে কথা বলেন। এরপর সোমবার সকালে ম্যাক্রোঁ কথা বলেন জো বাইডেনের সঙ্গে।
ম্যাক্রোঁর অফিস জানায়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকের সময় পুতিন ও বাইডেনের মধ্যে সম্ভাব্য বৈঠকের দিন ও আলোচনার বিষয়বস্তু ঠিক হওয়ার কথা রয়েছে।