রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিকে প্রতারণার অভিযোগে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার রাশিয়ার আদালত এ রায় দিয়েছে।
প্রায় এক বছরেরও বেশি সময় ধরে নাভালনিকে কারাগারে আটক রাখা হয়েছে।
রায় ঘোষণার পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নাভালনি বলেছেন, ‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই করা, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করা সবসময় আমাদের অগ্রাধিকার ছিল।’
বিচারপতি মার্গারিটা কোতোভা বলেছেন, ‘নাভালনি প্রতারণা করেছেন — একটি সংগঠিত গোষ্ঠীর মাধ্যমে সম্পত্তি চুরি করেছেন।’ নাভালনিকে আদালত অবমাননার অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে আদালত।