‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্থ আছেন, মানসিক দিক থেকেও ভালো এবং আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছেন।’
রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জাপানের টেলিভিশন চ্যানেল টিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। খবর রয়টার্সের।
বেলারুশের প্রেসিডেন্ট বলেন, তিনি (পুতিন) এবং আমি কেবল রাষ্ট্রপ্রধান হিসেবেই দেখা করিনি। বরং আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে সাক্ষাৎ করেছি।
দেশটির সরকারি সংবাদমাধ্যম বেলতায় দেয়া ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আমি তার সব ধরনের— বিশেষ করে রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত উভয় বিষয়ের সম্পূর্ণ গোপনীয় বিষয় সম্পর্কেও জানি।’
চলমান ইউক্রেন যুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধমঞ্চ হিসেবে বেলারুশের ভূখণ্ডকে ব্যবহার করছে রাশিয়া।
এদিকে পশ্চিমা নেতারা ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ‘ব্যয়বহুল ভুল’হিসেবে গন্য করছে কারণ ইতিমধ্যে রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেখানে।