প্রায় এক যুগ ধরে পশ্চিমবঙ্গ সরকার প্রদান করে আসছে বঙ্গবিভূষণ সম্মান। গতকাল এ পুরস্কার বিতরণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এ বছর পশ্চিমবঙ্গের একঝাঁক তারকা এই সম্মাননা পেয়েছেন। ভারতীয় বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য বঙ্গভূষণ পুরস্কার পেয়েছেন দেব, ইন্দ্রানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখার্জি, জিৎ গাঙ্গুলি, কৌশিকী চক্রবর্তী, জুন মালিয়া, শ্রীজাত, লীনা গাঙ্গুলি, ইমন চক্রবর্তী। বঙ্গবিভূষণ সম্মান পেলেন তবলাবাদক অনিন্দ্য চ্যাটার্জি, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, দেবজ্যোতি বোস।
বেশ কিছু দিন ধরেই এই পুরস্কার নিয়ে চলছে নানা বিতর্ক। পুরস্কার বিতরণের পর কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এ অভিনেত্রী লিখেন, ‘বঙ্গবিভূষণ নাকি ছি, নির্লজ্জ বেহায়া’।
শ্রীলেখার এ স্ট্যাটাস নিয়ে বেশ চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। রিমঝিম নামে একজন মন্তব্য করেছেন—‘প্রচুর মেরুদণ্ডহীন প্রাণী আমাদের রাজ্যে।’ অনুনয় বিশ্বাস লিখেছেন, ‘নির্লজ্জ বেহায়া’। আরেকজন লিখেছেন, ‘বঙ্গবিভূষণ না পিসির শাসন।’