তাইওয়ানের প্রতিরক্ষা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এছাড়া দ্বীপটির প্রত্যন্ত অঞ্চলের ওপর দিয়ে কয়েকটি ড্রোন উড়ে গেছে বলেও সন্দেহ করা হচ্ছে। এছাড়া বৃহস্পতিবার (৪ আগস্ট) তাইওয়ানের চারপাশে ‘নজিরবিহীন’ সামকির মহড়াও শুরু করেছে চীন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে ত্যাগের কয়েক ঘণ্টা পরই এসব ঘটনা ঘটে।
বৃহস্পতিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার রাতে স্পিকার ন্যান্সি পেলোসি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরে কিনমেন দ্বীপের আকাশে অজ্ঞাত ড্রোনগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায়।
কিনমেন ডিফেন্স কমান্ডের মেজর জেনারেল চ্যাং জোন সুং বলেন, ড্রোনগুলো জোড়ায় জোড়ায় এসেছিল। রাত ৯টার দিকে কিনমেন এলাকায় দুবার উড়েছিল।