ইউক্রেনে যুদ্ধ নিয়ে ন্যাটোভুক্ত দেশ এবং ইউরোপের মিত্রদের সঙ্গে আলোচনা করতে সোমবার ইউরোপ সফর শুরু করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সফরে তিনি পোল্যান্ডেও যাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
রোববার (২০ মার্চ) রাতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, সফরের শুরুতে বাইডেন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবেন। পরে তিনি সেখান থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা করবেন।
ইউক্রেন যুদ্ধে পোল্যান্ড গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে মার্কিন এ কর্মকর্তা বলেন, পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সেনা রয়েছে। এছাড়া এই দেশটি ইউক্রেন থেকে শরণার্থী হিসেবে আসা ২০ লাখের বেশি মানুষকে আশ্রয় দিয়েছে। শনিবার (২৬ মার্চ) বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশ যাবেন এবং সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
জেন সাকি বলেন, পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কীভাবে ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অযৌক্তিক যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক ও মানবাধিকার সঙ্কট’ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দেখাচ্ছে সে বিষয়টি তুলে ধরবেন।
এই সফরে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং রাশিয়ার সামরিক অভিযান নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন বাইডেন। হোয়াইট হাউজ জানায়, বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অংশ নেবেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ সেনারা ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে একত্রিত হতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো। তারা রাশিয়া প্রেসিডেন্ট সহ দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সরকারগুলো মস্কোর সামরিক আগ্রাসনকে নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখেছে।