সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের জেরে সৌদি আরবে এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সৌদি সন্ত্রাসবাদবিরোধী ও সাইবার অপরাধ আইনে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে বলে একটি অধিকার গ্রুপ জানিয়েছে।
ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ নামের অধিকার সংগঠনটি জানিয়েছে,, নুরাহ আল-কাহতানি নামের ওই নারীকে (দেশের) সামাজিক কাঠামো নষ্ট করতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জনশৃঙ্খলা লঙ্ঘন’ করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিলের পর তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিক জামাল খাশোগি প্রতিষ্ঠিত ওয়াশিংটন ভিত্তিক গ্রুপটি আদালতের নথির একটি অনুলিপি প্রকাশ করেছে।
এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ জানিয়েছে, নুরাহ সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গেছে। তাকে ২০২১ সালের জুলাইয়ে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাকে সৌদি ফৌজদারি আদালত কারাদণ্ড দিয়েছিল।
ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ এর গবেষণা পরিচালক আবদুল্লাহ আলাউদ বলেছেন, ‘সালমা আল-শেহাবের দুঃখজনক ৩৪ বছরের কারাদণ্ডের মাত্র কয়েক সপ্তাহ পরে, কাহতানির ৪৫ বছরের সাজা… এতে দেখা যাচ্ছে, সৌদি কর্তৃপক্ষ তার নাগরিকদের কাছ থেকে মৃদুতম সমালোচনারও শাস্তি দিতে কুণ্ঠাবোধ করছে না।’