সর্ম্পক ডেস্ক: খ্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী বাংলাদেশে যেমন জনপ্রিয়, তেমনি বিশ্বের অনেক দেশে তাঁর পরিচিতি রয়েছে। তাঁর বই নিয়মিত প্রকাশিত হয়ে আসছে ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা থেকে।
২০১২ সাল থেকে গ্রীসের স্কুলে পাঠ্য রয়েছে হুমায়ূন কবীর ঢালীর শিশুতোষ গল্পের বই A Cowboy and a magic Mango Tree. এসকল সাফল্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি সাফল্য। হুমায়ূন কবীর ঢালীর বইয়ের সংকলন পরিবেশনের দায়িত্ব নিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা ও পরিবেশনা সংস্থা স্ম্যাসওয়ার্ডস (Smashwords)।
এই প্রতিষ্ঠানটি ই-বুক প্রকাশনা ও পরিবেশনায় বিশ্বের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজার ২৩৭টি বই প্রকাশ করেছে। এখানে ফ্রিইবুক রয়েছে ৮৪ হাজার ৫১টি। এটি আমেরিকা ভিত্তিক একটি প্রতিষ্ঠান।
নিজেদের সম্পর্কে স্ম্যাসওয়ার্ডস বলেছে, স্ম্যাসওয়ার্ডস হলো ইন্ডি ইবুকসের জন্য বিশ্বের বৃহত্তম পরিবেশক। আমরা বিশ্বের যে কোনও প্রান্তে, যেকোনো লেখক বা প্রকাশকের পক্ষে, বড়-খুচরা বিক্রেতাদের এবং কয়েক হাজার গ্রন্থাগারে ই-বুকগুলি প্রকাশ ও বিতরণ করার জন্য এটি দ্রুত, বিনামূল্যে এবং সহজ করে তুলেছি। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হলেন মার্ক কোকের। স্ম্যাসওয়ার্ডস-এর প্রতিষ্ঠাকাল ২০০৮। প্রতিষ্ঠা সম্পর্কে কোকের-এর ভাষ্য, ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রথম কাজ শুরু করি ২০০৫ সালে। আমরা ২০০৭-এ অন্তর্ভূক্ত হই। আনুষ্ঠানিকভাবে ব্যবসার যাত্রা শুরু করি আমরা মে ২০০৮-এ। প্রতিষ্ঠার প্রথম বছরে আমরা ৯০ জন লেখকের ১৪০ বই প্রকাশ করি। ২০০৯ সালে আমাদের ক্যাটালগে ৬ হাজার বই পৌঁছায়, ২০১০ -এ ২৮ হাজার ৮০০ বই, ২০১১-এ ৯২ হাজার বই, ২০১২-এ ১ লাখ ৯১ হাজার বই যুক্ত হয়।এই লেখা হিসেবে নভেম্বর ২০১৮-তে ৫ লাখে পৌঁছায়। ধন্যবাদ সব লেখক এবং প্রকাশকদের যারা এই কাজে উৎসাহ দিয়েছেন। আমরা ইন্ডি লেখক এবং ছোট স্বতন্ত্র প্রেসের জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ই-বুক প্রকাশের প্ল্যাটফর্ম হয়ে উঠছি।
“বেস্ট অব হুমায়ূন কবীর ঢালী” হুমায়ূন কবীর ঢালীর সংকলনটি পাওয়া যাবে। বিভিন্ন সময় রচিত ও প্রকাশিত লেখা থেকে “বাছাই গল্প-উপন্যাস” শিরোনামে বেস্ট অব হুমায়ূন কবীর ঢালী বইটি মূলত শিশুকিশোরসহ সব শ্রেণির পাঠকদের জন্য সংকলিত ও অনলাইনে প্রকাশ করা হলো। বইটিতে রয়েছে চার রকম স্বাদের চারটি উপন্যাস এবং বাছাই গল্পের সমাহার ‘গল্পমালা’।
উপন্যাস চারটি যথাক্রমেঃ বিজ্ঞান কল্পকাহিনি ‘নীল গ্রহের রহস্য’, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের গ্রামীণচিত্রকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাশাণিত নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে রচিত উপন্যাস ‘দুষ্ট ছেলের গল্প’, ভৌতিক উপন্যাস ‘মউতবাড়ির প্রেতাত্মা’ ও রহস্য উপন্যাস ‘কালোমূর্তি রহস্য’।
এছাড়া রয়েছে বাছাই করা গল্পমালা। প্রতিটা গল্পের পটভূমি ও বিষয় স্বতন্ত্র এবং সুখপাঠ্য। হুমায়ূন কবীর ঢালী শিশুকিশোরদের মনোজগতকে উপলব্ধি করতে পারেন, তাঁর প্রতিটা লেখায় তা স্পষ্টভাবে ফুটে ওঠেছে।
বেস্ট অব হুমায়ূন কবীর ঢালী পাঠকদের কাছে শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীকে নতুন করে জানার সুযোগ করে দেবে।
স্ম্যাসওয়ার্ডস-এ নিজের সংকলন প্রকাশের ব্যাপারে লেখক হুমায়ূন কবীর ঢালী জানান, বন্ধুবান্ধব, পরিচিত-অপরিচিত অনেকেই বলেন, ঢালী ভাই, বিদেশে আপনার বই কীভাবে পেতে পারি? আসলে বিদেশে বাংলা ভাষাভাষী লেখকদের বই সবসময় সহজলভ্য নয়। সে ভাবনা থেকেই আমেরিকা প্রবাসী বন্ধু রাজুব ভৌমিকের প্রচেষ্টায় দেশে ও দেশের বাইরে বসবাসকারী বাংলা ভাষাভাষী বন্ধুদের জন্য আমার লেখার সংকলন “বেস্ট অব হুমায়ূন কবীর ঢালী”।
প্রবাসে বসবাসকারী বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। সংকলনটি পেতে ক্লিক করুন https://www.smashwords.com/books/view/1016889