ঢাকা: লেখক সাংবাদিক অরপি আহমেদ এর ২৪তম বই ’নীল চশমা’ প্রকাশ করেছে অনন্যা। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আনন্দঘন দিবসে বইটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন অনন্যার কর্নধার প্রকাশক মনিরুল হক। বইটির প্রচ্ছদ একেঁছেন শিল্পী ধ্রæব এষ এবং বইটির বিক্রয় মুল্য ধার্য্য করা হয়েছে দুইশত টাকা। অনন্যা ছাড়াও বইটি রকমারী ডট কম এ বিশেষ মুল্য ছাড়ে পাওয়া যাচ্ছে।
এছাড়াও আগামী ফেব্রুয়ারি মাসে স্বাধীনতার পঞ্চাশ বছরে অরপি আহমেদ এর ২৫তম বই ”কথায় ছড়ায় মুজিব গাঁথা” প্রকাশ করছে অনন্যা। ছোটদের জন্য লেখা এই শিশুতোষ ছড়ার বইটি প্রকাশের কাজ শেষ পর্য্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রকাশক মনিরুল হক।
কুমিল্লা জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সন্তান অরপি আহমেদ গত তিন দশক ধরেই লেখালেখি সাংবাদিকতার সাথে জড়িত। অনলাইন সংবাদিকতার জগতে পথিকৃতদের অন্যতম। সম্পাদকের দায়িত্ব পালন করেন দুই যুগেরও বেশি সময়। প্রকাশিত হয়েছে গল্প উপন্যাস কবিতা সহ নানা বই।
পড়াশুনায় সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এ মাষ্টার্স অব সফটওয়ার সিষ্টেম (এমএসএস) এবং ব্যবস্থাপনায় মাষ্টার্স অব কমার্স (এমকম) ডিগ্রী লাভ করেন।