ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে জর্ডানের দ্বিতীয় বৃহত্তম শহরে। শুক্রবার একটি সমরাস্ত্র ডিপোতে থাকা মর্টার শেল বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
এর আগে সরকারের পক্ষ থেকে এই বিস্ফোরণের জন্য বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করেছিল। বিস্ফোরণের তীব্রতা এতোটা বেশি ছিল যে, দূর থেকে মরুভূমির আকাশে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। এমনকি শহরটি থেকে ৩৫ কিলোমিটার দূরে রাজধানী আম্মান থেকে ওই আগুন দেখা গেছে। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তালাল আল গোবাইন জানিয়েছেন, প্রচণ্ড তাপের কারণে ‘মর্টার শেলের থার্মাল সম্প্রসারণে’ এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি উচ্চ নিরাপত্তার এলাকা। ওই এলাকায় মার্কিন সমরাস্ত্র রক্ষিত দেশটির গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি রয়েছে।