আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আজ নারীর সাফল্যের স্বীকৃতির দিন। পৃথিবীর সকল নারীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। পুরুষ শাসিত সমাজ থেকে সমঅধিকারের সমাজে যাচ্ছি আমরা। আমার মনে হয় একজন পুরুষ একজন নারীর চেয়ে অনেক বেশি পিছিয়ে আছেন। নারীরা এখন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থ উপার্জন করছেন, একই নারী ঘরে ফিরে আবার একজন স্ত্রীর দায়িত্ব পালন করছেন, মায়ের দায়িত্ব পালন করছেন, পরিবার পরিজনের প্রতি দায়িত্ব পালন করছেন। যা’ কিনা অনেক ক্ষেত্রেই একটা পুরুষ করছেন না কিংবা করতে পারছেন না। তবুও কেন আমাদের সমাজে নারী পুরুষের বৈষম্য বিরাজমান? একবিংশ শতাব্দীতে এসেও আমাদের দেশে বিভিন্ন স্তরে নারীরা বিভিন্নভাবে ঘরে-বাইরে নির্যাতনের শিকার হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন। নিগৃহীতা হচ্ছেন। আজও আমাদের দেশে বাল্যবিবাহ অব্যাহত। আর তারচেয়েও বেশি দুঃখজনক হচ্ছে পুরুষদের এই অন্যায় কাজে সহযোগিতাও কিন্তু এই আমরা নারীরাই করছি। একুশ শতকে আর অন্যায়ের কাছে মাথা নত করা নয়। এ’ অন্যায় প্রতিহত করতে হবে। এখন শুধু সামনে এগিয়ে যাবার সময়। একজন নারী নয় আসুন আমরা একজন মানুষ হিসেবে বাঁচি।
সোনিয়া হক
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.