ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি না ফেরার দেশে চলে গেছেন। সোমবার (৩১ আগস্ট) দিল্লির সেনা হাসপাতালে ৮৪ বছর বয়সে মৃত্যু হয়েছে তার। সাবেক রাষ্ট্র প্রধানের প্রয়াণে সোমবার থেকে ৭ দিনের শোক পালিত হচ্ছে দেশটিতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রয়াত প্রণব মুখার্জির সম্মানে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারত জুড়ে শোক পালন করবে সব অঙ্গরাজ্য।
এই শোক পালনের সময় দেশের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তা নিয়মিত ওড়াতে হবে। এই সময়ে সরকারি কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। তার শেষকৃত্যের দিনক্ষণ ও ভেন্যু এখনও ঠিক করেনি সরকার।
বাসায় পড়ে গিয়ে গত ১০ আগস্ট হাসপাতালে যান প্রণব। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মস্তিষ্কে রক্তও জমাট বাঁধায় অস্ত্রোপচার করানো হয় তার। তখন থেকেই গভীর কোমায় ছিলেন তিনি। সাবেক রাষ্ট্র প্রধানকে রাখা হয় ভেন্টিলেটরে। ধরা পড়ে ফুসফুসের সংক্রমণ। সোমবার দুপুর থেকে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সন্ধ্যায় তার ছেলে অভিজিৎ মুখার্জি টুইটারে প্রণবের মৃত্যুর ঘোষণা দেন।