হাসপাতালে একটি পরীক্ষা করাতে গিয়ে গত সোমবার (১০ আগস্ট) করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল প্রণব মুখার্জির। ভারতের সাবেক প্রেসিডেন্ট তখন থেকেই হাসপাতালে ভর্তি। এরপর মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তিনি কোমায় আছেন বলে জানানো হয়েছে আর্মির রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল থেকে।
হাসপাতালে যাওয়ার পর করোনা পজিটিভ হওয়ার খবর নিজেই টুইট করেছিলেন প্রণব। ওইদিন ভর্তি হওয়ার পরপরই তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে দেখা যায়। তখনই তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। জমাট রক্ত অপসারণ করলেও তার অবস্থা সংকটাপন্ন হতে থাকে, রাখা হয় ভেন্টিলেটরের সহায়তায়।
প্রণবের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন সেনা হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন করে তারা জানালেন, গভীর কোমায় চলে গেছেন সাবেক প্রেসিডেন্ট। ভেন্টিলেশনে থাকতে থাকতেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।