গত আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান ক্ষমতা দখলের পর থেকে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার আফগান ইরান সীমান্ত দিয়ে দেশ ছেড়েছে। আগামী শীতে আরও কয়েক লাখ মানুষ দেশ ছাড়তে পারে। বুধবার নরওয়ে রিফিউজি কাউন্সিল এ তথ্য জানিয়েছে।
দাতব্য সংস্থাটি জানিয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর প্রায় তিন লাখ আফগান সীমান্ত পাড়ি দিয়েছে। তাই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা ইরানকে সহযোগিতা করা প্রয়োজন।
সংস্থার মহাসচিব জ্যান ইগিল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এতোটা কম সহযোগিতা এবং এতো বেশি আফগানকে প্রত্যাশা করেনি। প্রাণঘাতি শীত আসার আগেই আফগানিস্তানের ভেতরে এবং ইরানের মতো প্রতিবেশী দেশগুলোতে সহযোগিতার পরিমাণ দ্রুত বাড়ানো উচিত।’
তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে নিজেদের সহায়তা কার্যক্রম বন্ধ করে দিয়েছে পশ্চিমা দেশগুলো। এছাড়া আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্রের ও ইউরোপীয় ব্যাংকগুলো। এর ফলে দেশটির অর্থনীতি ধসের মুখে পড়েছে।