মমতা ব্যানার্জি তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর সঙ্গে বিধায়কদেরও শপথ নেওয়া শেষ।
সোমবার (১০ মে) গঠিত হবে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা। এদিন শপথ নিয়েছেন মোট ৪৩ জন মন্ত্রী।
আর এই তালিকাতেই রয়েছে প্রথমবার ভোটে নেমে জয়ী ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং সাঁওতালি ছবির অভিনেত্রী বীরবাহা হাসদারের নাম।
তৃণমূল সূত্রে খবর, হাওড়ার শিবপুর থেকে জেতা মনোজ পেতে পারেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব। তবে বীরবাহা কোন মন্ত্রণালয় পাবেন, তা অবশ্য জানা যায়নি।
এবারের ভোটে মনোজ হারিয়েছেন বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীকে। পেয়েছেন মোট ৯২ হাজার ৩৭২ ভোট।
অন্যদিকে, বীরবাহা জিতেছেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। হারিয়েছেন বিজেপি প্রার্থী সুকুমার সতপথীকে। বীরবাহা পেয়েছেন ৫৪ দশমিক ২৬ শতাংশ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পেয়েছেন ৩৫ দশমিক ৩১ শতাংশ ভোট।