যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য নারী অ্যাডমিরালকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী পেন্টাগনের সামরিক পরিষেবা শাখার প্রধানের জন্য মনোনীত হলেন।
সম্ভাব্য নতুন মার্কিন নৌ প্রধান লিসা ফ্রাঞ্চেটি দক্ষিণ কোরিয়ায় ওয়াশিংটনের ষষ্ঠ নৌবহরের প্রধান ছিলেন। তিনি বিমানবাহী রণতরীর স্ট্রাইক কমান্ডার হিসেবেও কাজ করেছেন।
নৌ প্রধান হিসেবে লিসার মনোনয়ন এখনও মার্কিন সিনেটের অনুমোদন পায়নি। নৌবাহিনীর প্রধান হিসেবে নিশ্চিত হলে তিনি হবেন প্রথম নারী যিনি জয়েন্ট চিফস অব স্টাফের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের অভিজাত গ্রুপের সদস্য হবেন। ৩৮ বছরের লিসা হচ্ছেন দ্বিতীয় নারী যিনি চার তারকা অ্যাডমিরাল পদমর্যাদা অর্জন করেছেন।
এক বিবৃতিতে বাইডেন বলেছেন, লিসা ‘পরিচালনামূলক এবং নীতিগত ক্ষেত্রে ব্যাপক দক্ষ।’