যুদ্ধ শুরুর এক মাস পর প্রথমবারের মতো রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার মস্কো দাবি করেছে, সীমান্তের অভ্যন্তরে একটি তেল মজুত কেন্দ্রে ইউক্রেনের দুটি হেলিকপ্টার হামলা চালিয়েছে।
টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে বেলগরদ এলাকার একটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছে আগুনের কুণ্ডুলি দেখা গেছে। এলাকাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। আরও কয়েকটি ভিডিওতে তেল মজুত কেন্দ্রে রকেট হামলা চালাতে দেখা গেছে।
স্থানীয় গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ টেলিগ্রাম বার্তায় বলেছেন, ‘ইউক্রেন সেনাবাহিনীর দুটি হেলিকপ্টারের হামলায় তেল মজুত কেন্দ্রে আগুন লেগেছে, হেলিকপ্টার দুটি খুব নিচু দিয়ে রাশিয়ার সীমানায় ঢুকেছিল। কেউ নিহত হয়নি।’
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, তেল মজুত কেন্দ্রে হামলায় দুজন আহত হয়েছে। আটটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে এবং প্রায় ২০০ অগ্নিনির্বাপক কর্মী ঘটনাস্থলে কাজ করছে।