বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন নাইজেরিয়ার অর্থনীতিবিদ এনগজি ওকাঞ্জো-আইউয়েলা (৬৬)। এই প্রথম এই পদ পেলেন কোনো নারী এবং আফ্রিকান।১৬৪টি দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম তৈরি করে। ফলে এই সংস্থার প্রধানের গুরুত্ব খুবই বেশি। সেই পদে বসলেন নাইজেরিয়ার এনগজি ওকাঞ্জো-আইউয়েলা।
গত ৩১ আগস্ট পদত্যাগ করেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান রবের্টো অ্যাজেভেডো।নবনির্বাচিত ডব্লিউটিও প্রধান জানিয়েছেন, করোনার ফলে অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে, তা কাটিয়ে তোলাই হবে তার সব চেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের অর্থনীতি যাতে চাঙ্গা হয়, তার জন্য তিনি কাজ করবেন। তিনি আরও বলেন, প্রতিটি দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে। তবে একসঙ্গে কাজ করলে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব।
এনগজি ২৫ বছর বিশ্বব্যাংকে কর্মরত ছিলেন। তিনি নাইজেরিয়ার সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী।