যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের প্রথম দফার দৌঁড়ের জন্য যথেষ্ঠ সমর্থন অর্জন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। শনিবার জনসনের মিত্র ও কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা জেমস ডুডরিডজ এ তথ্য জানিয়েছেন।
অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে সমালোচনার জেরে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। এর দুই মাস আগে দলের নেতাদের তীব্র বিরোধিতার মুখে পদত্যাগে বাধ্য হন জনসন। ট্রাস সরে দাঁড়ানোর পরপরই গুঞ্জন শুরু হয় জনসনের ফেরার। আগামী সপ্তাহে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ইতোমধ্যে সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক এবং হাউজ অব কমন্সের নেতা পেনি মর্ডন্টের নাম সামনে চলে এসেছে। বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিজ-মগ বৃহস্পতিবার বরিস জনসনের পক্ষে সহকর্মীদের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তিনি টুইটারে ‘বরিসন অর বাস্ট’ হ্যাশট্যাগ চালু করেছেন। নতুন করে মাঠে নামতে শনিবারই ব্যক্তিগত ছুটি সংক্ষেপ করে যুক্তরাজ্যে ফিরেছেন জনসন। অবশ্য তিনি এখনও আনুষ্ঠানিকভাবে দলীয় নেতা নির্বাচনে অংশ নেবেন কিনা তা জানাননি।
জেমস ডুডরিডজ শনিবার জানিয়েছেন, দলের নেতা নির্বাচনের প্রথম ধাপে অংশ নেওয়ার জন্য পর্যাপ্ত সমর্থন আছে জনসন। দলের ১০০ জন আইনপ্রণেতা সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।