মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসসহ বিশ্বনেতারা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘আপনারা যখন স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছেন তখন যুক্তরাষ্ট্রের পক্ষে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের একটি উদহারণ এবং এটি অনেক আশা ও সম্ভাবনার দেশ। আপনার অসাধারণ সাফল্য অর্জনে আমি আপনাকে ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি।’
জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর উদযাপনে আমি বাংলাদেশ সরকার ও জনগণকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গত পাঁচ দশকে বাংলাদেশের জনগণ অসাধারণ উন্নতি করেছ, বিশেষ করে সামাজিক উন্নয়ন ও দুযোর্গ প্রস্তুতির ব্যাপারে।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘আপনার জাতি জন্মের পর কতটা অর্জন করেছে তার প্রতিচ্ছবি বিস্ময়কর।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠানো অন্যান্যদের মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্টি ভ্লাদিমির পুতিন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান, পাকপ্রধানমন্ত্রী ইমরান খান।